সতীঘাটা কামালপুর পূজা পরিষদের ত্রান বিতরণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোর সদরের ১১নং রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর রাজবংশীপাড়া পূজা মন্দিরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে হ্মতিগ্রস্হ দরিদ্র ও কর্মহীন গৃহবন্দি মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সদর উপজেলা পুজা পরিষদ সভাপতি দুলাল সমাদ্দার এর সভাপতিত্বে এ ত্রাণ বিতরন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা অা’লীগের সভাপতি মোহিত কুমার নাথ, এমইউসি ফুডের সত্বাধিকারী শ্যামল কুমার দাস, জেলা পুজা পরিষদের সাবেক সম্পাদক দিপংকর দাস রতন, সহ-সভাপতি বিষ্ণু সাহা, যুগ্ন সম্পাদক তপন ঘোষ, সদর উপজেলা সম্পাদক দেবেন্দ্রনাথ ভাস্কর, রামনগর ইউনিয়ন সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ-সভাপতি গৌরসাহা, যুগ্ন সম্পাদক প্রহলাদ সরকার, প্রচার সম্পাদক রাজ প্রসাদ প্রমুখ। নেতৃবৃন্দ ৮০ জন হিন্দু ও মুসলিম দরিদ্র কর্মহীন ও গৃহবন্দি পরিবারে এ ত্রাণ বিতরন করেন।

Please follow and like us: