আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ, প্রকল্পের তিনটি ব্লক প্রদর্শনী ও কৃষকের মাঠ স্কুলের মাধ্যমে এই প্রদর্শনী গুলো বাস্তবায়িত করা হচ্ছে। কৃষি উৎপাদনের জন্য বীজ, সার ও পানি এই সংশিষ্ট তিনটি অংশের মধ্যে বীজই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ভালো বীজে ভালো ফসল।আর এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তারাই মাঠ পর্যায়ে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। অত্র উপজেলায় মাগুরা, গদখালীর ও নাভারন ইউনিয়নে বোরো মৌসুমে ব্রি ধান ৮১ জাতের ভিত্তি বীজের ১৫ বিঘার তিনটি ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।গদখালী ইউনিয়ন এ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন পরিক্ষায় দেখা গেছে বোরো মৌসুমে ব্রি ধান ৮১ জাতে ফলন হয়েছে ৭.৬৭ মে.টন প্রতি হেক্টর অর্থাৎ বিঘা প্রতি ২০.৮৯ মন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মাহবুব আলম রনি, এসএপিপিও জনাব মো: মফিজুর রহমান, এসএএও জনাব আইয়ুব হোসেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ জানান, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন স্যার এঁর প্রকল্পটির মাধ্যমে সারা বাংলাদেশে কৃষক পর্যায়ে মানসম্মত বীজ উৎপাদনের হার এমন ভাবে বেড়েছে যে অদূর ভবিষ্যতে কৃষককে আর বীজ ব্যবসায়ীর উপর নির্ভর করতে হবে না। কৃষক তার উৎপাদিত বীজ যেমন নিজে ব্যবহার করবে পাশাপাশি সে বীজ উৎপাদনে ক্ষুদ্র উৎদোক্তা হয়ে হাজারো কৃষকের মাঝে মান সম্মত বীজ ছড়িয়ে দিবে। উপজেলা কৃষি অফিসার আরো জানান যে, অত্র উপজেলায় এবার প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং সম্ভাব্য ফলন ৮৬ হাজার মেট্রিক টন ছাড়াবে।
যশোরের ঝিকরগাছায় আধুনিক প্রযুক্তিতে বীজ উৎপাদন শুরু
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: