জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই,প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই

জাতীয় অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. আনিসুজ্জামানের সন্তান আনন্দ জামান সাংবাদিকদের বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, বিকেলে আব্বার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এ অবস্থায় তাকে করোনারি কেয়ার ইউনিট থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় ড. আনিসুজ্জামানকে। ভর্তির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। গত ৫ মে হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সারাবাংলাকে জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

পরে গত ৯ মে পরিবারের ইচ্ছায় ড. আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতেও বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ড. আনিসুজ্জামান। ওই সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ড.আনিসুজ্জামানের  মৃত্য্যুতে প্রেসিডেন্ট   আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী  শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

Please follow and like us: