সতীঘাটায় রেজাউল ইসলামের উদ্যোগে সেমাই চিনি বিতরণ

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন, কুয়াদা প্রতিনিধি : যশোর সদর রামনগর ইউনিয়নের তরুণ সমাজসেবক ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা পবিত্র ঈদুল ফিতর ও করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ঘরবন্দি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছেন।

মঙ্গলবার সতীঘাটাস্হ তোলাগোলদারপাড়া,পান্তাপাড়া,বাহিরমল্লিক,কামালপুর গ্রামসহ আশপাশের ২৪০ জন কর্মহিন অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।

Please follow and like us: