ইমরান হোসেন মিলন : যশাের সদরের রামনগর ইউনিয়ন পূজা পরিষদের উদ্যেগে সতীঘাটায় মহা-শ্বশ্মান
কালীবর্তী মন্দির প্রাঙ্গনে বৃক্ষরােপন করা হয়েছে। সােমবার রামনগরের সতীঘাটা মহা-শ্বশ্মান কালীবর্তী মন্দির প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এ বৃক্ষরােপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালক মধুসূধন
মন্ডল, সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দুলাল সমাদ্দার, সম্পাদক দেবেন ভাস্কর, কালীবর্তী
মন্দিরের সহ-সভাপতি কমল সরকার, রামনগর ইউনিয়ন পূজা পরিষদ সহ-সভাপতি
গৌর সাহা, সম্পাদক প্রশান্ত বিশ্বাস, যুগ্ম-সম্পাদক প্রহলাদ সরকার, প্রদীপ কুমার বসু,
অর্থ সম্পাদক অনুপ রায়, বাপ্পী চক্রবর্তী, বিজয় রায়, বুদ্ধ দেব রায় প্রমুখ।
Please follow and like us: