জেইউজে’র দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর  নিউজ যশোর অফিস :

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি যশোর -৬ কেশবপুর সংসদ সদস্য শাহিন চাকলাদার বলেন, সাংবাদিকরা বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতেও নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের আহবান জানান তিনি। তিনি আরও বলেন, যশোরের সাংবাদিকতার মান অনেক উন্নত। ঢাকার পরেই যাদের অবদান। এ মান ধরে রাখারও আহবান জানান তিনি।

বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল -ছবি একাত্তর নিউজ ২৪

সভাপতিত্ব করেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু। শুভে”ছা বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন। সঞ্চালনা করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এদিকে সকালে সাধারণসভার সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন

কোষাধ্যক্ষ মারুফ কবীর। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক রুকুনউদদ্দৌল্লাহ, আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খান রিমন, আব্দুল ওয়াহাব মুকুল, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, এসএম তৌহিদুর রহমান, এইচআর তুহিন, গোপী নাথ দাস, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, উজ্জ্বল বিশ্বাস ও এমএ রাজা।

Please follow and like us: