করোনায় আক্রান্ত ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান ও তার স্ত্রী। ইসরায়েল সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ এই মন্ত্রীকে বাড়িতে বসেই সরকারি কাজকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে বুধবার দিনশেষে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৭১ বছর বয়সি ইয়াকভ ও তার স্ত্রীর করোনা পজেটিভ। তারা এখন স্থিতিশীল রয়েছেন এবং আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া শুরু করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হন। উপদেষ্টার করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুও কোয়ারেন্টাইনে রয়েছেন। সূত্রপিএনএস

Please follow and like us: