71news 24 যশোরের চৌগাছায় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং ১০০ বোতল ফেনসিডিলসহ টিটো (৩২) ওরফে ঘ্যানা টিটো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব।
গ্রেফতার টিটো উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) গ্রামের মকবুল হোসেন ওরফে মঙ্গল কসাইয়ের ছেলে।
ওসি রিফাত জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপ-পরিদর্শক (এসআই) বিকাশচন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে টিটো ওরফে ঘ্যানা টিটোকে আটক করেন।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান (পিস্তল), দুই রাউন্ড গুলি ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় চৌগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।
ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে টিটোকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, গ্রেফতার টিটোর বিরুদ্ধে চৌগাছাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে।
তিনি চৌগাছা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এর আগেও তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছিল।