ঝিকরগাছায় ইউএনও সাধন কুমারের বিদায় সংবর্ধনা 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাসের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা অফিসার ক্লাব এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা অফিসার ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাক্তার বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। এসময় তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে মানুষ যেমন বেঁচে থাকে, তেমনই ভালো আচরণ, ব্যবহার, কথাবার্তায় মানুষ স্মরণ রাখে। তিনি তাঁর কর্মকালে কোন ত্রুটি থাকলে মার্জনা চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনারুল কবীর, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আবু হেনা মিলন, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসুসহ সকল দপ্তরের কর্মকর্তা।

উল্লেখ, সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস গত পাঁচ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। পদায়ন জনিত কারণে তিনি বদলি হন।

Please follow and like us: