ঝিকরগাছায় ঘুষকেলেংকারী ফাঁস করে দেওয়ায় দলিল লেখককে মারপিট

http://www.71news24.com/2019/03/18/1128

ঝিকরগাছায় ঘুষকেলেংকারী ফাঁস করে দেওয়ায় দলিল লেখককে মারপিট
ঝিকরগাছা অফিস :  
ঝিকরগাছা সাবরেজিস্ট্রি অফিসে ঘুষকেলেংকারী ফাঁস করে দেওয়ায় দলিল লেখক রানা নামের একজন দলিল লেখক লাঞ্ছিত হয়েছেন। ন্যাক্কারজনক এই ঘটনায় ঝিকরগাছায় আদালত পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার মূলহোতা সাব-রেজিষ্টি অফিসের কেরানী রবিউল ইসলাম মাস্তান দিয়ে লাঞ্চিত করার প্রকাশ্য ইন্ধন দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে। ঘটনার সত্যতা জানতে চাওয়ায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মাস্তান দিয়ে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগে প্রকাশ, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের কেরানী রবিউল মাস্তান দিয়ে পেটালেন দলিল লেখক রানাকে। জানাগেছে , কেরানী রবিউল দীর্ঘদিন ধরেই ঝিকরগাছা রেজিস্ট্রি অফিসে ক্ষমতাসীন কতিপয় উচ্ছৃংখল নকল নবিশদের হাত করে দেদারছে হাতিয়ে নিচ্ছেন ঘুষের টাকা। তথ্য অনুসন্ধানে জানাগেছে, প্রত্যেক দলিল লেখক কে একটি দলিল করতে হলে দলিলের মূল্যের প্রতি লাখে ৩ হাজার টাকা হিসাব করে কোন রশিদ ছাড়াই কেরানী রবিউল কে ঘুষ দিতে হয়। এমন তথ্য দীর্ঘদিন ধরে সাংবাদিকদের নিকট আসতে থাকে। বৃহস্পতিবার ঝিকরগাছা রেজিষ্ট্রি অফিসে বারবাকপুর মৌজার ১৯.৫০ শতক জমিসহ তিনতলা একটি বাড়ীর দলিল রেজিস্ট্রি হয়। যার মূল্য দেখানো হয় ১ কোটি টাকা। কোটি টাকার দলিল রেজিস্ট্রির বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে সাংবাদিকদের পক্ষ থেকে ওই দলিলের লেখক রানা’র সাথে যোগাযোগ করা হয়। দলিল লেখক রানা বিকাল ৪ টার দিকে একজন সাংবাদিককে সাথে নিয়ে ওই কেরানী রবিউল কে ১০ হাজার টাকা কোটি টাকার দলিল বাবদ দিতে চাইলে তেলে বেগুনে চটে ওঠেন কেরানী রবিউল। সাংবাদিকের সামনেই কেরানী রবিউল চিৎকার দিয়ে বলেন, টাকা সরান ৩০ হাজারের এক টাকা কম নেওয়া হবে না, আর আপনি সাংবাদিক নিয়ে আসায় আপানার আরো ব্যবস্থা হবে। তখন সাংবাদিকদের পক্ষ থেকে কেরানী রবিউল কে প্রশ্ন করা হয়, আপনাকে দলিল লেখক ৩০ হাজার টাকাই দিবে কিন্তু আপনি কি এ টাকার রশিদ দিতে পারবেন ? তখন কেরানী আরো উত্তেজিত হয়ে বলেন এসব টাকার কোন রশিদ হয় না। অবস্থা বেগতিক দেখে ওই ঘুষখোর কেরানী তার সাথে সিন্ডিকেট করে চলা কতিপয় উচ্ছৃংখল নকল নবিশদের ডেকে সাংবাদিকদের ও দলিল লেখক কে হুমকি দিতে থাকে। সাংবাদিক ওই রেজিস্ট্রি অফিস থেকে চলে যাওয়ার পরপরই কেরানী রবিউল মাস্তান ভাড়া করে দলিল লেখক রানা কে ধরে মারপিট করায় ওই অফিসের সামনে প্রকাশ্যে। এরপর রানা প্রানভয়ে ২৫ হাজার টাকা ওই কেরানী কে হাতে পায়ে ধরে ঘুষ দিয়ে প্রাথমিকভাবে মুক্তি পায়। কেরানী রবিউলের পক্ষে এক সন্ত্রাসী প্রকাশ্য সাংবাদিকদের হুমকি দিয়ে চলেছে, যার তথ্য প্রমান প্রশাসনের বিভিন্ন যায়গায় দেয়া হয়েছে।

Please follow and like us: