মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী উপজেলায় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার( ১২ নভেম্বসর) সকাল ১০ টার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি ধনবাড়ীর সমাতপুর নামকস্থানে বাসটি উল্টে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক আহতের নাম ঠিকানা জানা যায়নি। তারা মধুপুর, টাঙ্গাইল ও ঢাকার যাত্রী ছিলেন। একই রোডে বিনিময় বাস একইভাবে চেরাভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে খাদে পরে যাত্রীরা বারবার বিভিন্নভাবে গুরুত্বর আহত হচ্ছেন। প্রতি মাসেই বিনিময় পরিবহন খাদে পড়ে ঘটেছে এমন ঘটনা। প্রতক্ষ্যদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি ধনবাড়ী সমাতপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধনবাড়ী থানার থানর ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস উল্টে খাদে পড়ে আহত ৩৫ 71News24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: