একাত্তর নিউজ ,যশোর অফিসঃ
পুত্র সন্তানের মা হওয়া সেই ১০ বছরের শিশুর ডিএনএ টেস্টের জন্য ঢাকায় রওনা দিয়েছে। সোমবার রাত ৯টা ৩৬ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে রওনা দেন মামলার তদন্তকারী অফিসার, মণিরামপুর থানার এসআই সৌমেন কুমার দাস।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই শিশু মা ও তার ছেলের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোমেন কুমার দাস, কনস্টেবল সরোয়ার, নারী কনস্টেবল বিথি বিশ্বাস, মেয়ের বাবা, দাদা ও দাদীসহ রাত ৯টা ৩৬ মিনিটে ঢাকায় রওনা দেন। সিআইডি হেডকোয়ার্টারের ডিএনএন ল্যাবে ওই শিশু ও শিশু মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে পেলে সব কিছু পরিস্কার হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর সকালে ওই শিশু মেয়েটি যশোর জেনারেল হাসপাতালে পুত্র সন্তানের জন্য দেয়। এর আগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি হয়ে জেল হাজতে বন্দি রয়েছেন উপজেলার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তকর্তা গোলাম কিবরিয়া। ১০ বছরের ওই শিশু তার বাড়িতে কাজ করতো। এই সুযোগে তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করার মামলায় আটক হলে বরবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গোলাম কিবরিয়া। ফলে মা ও শিশু পুত্রের ডিএনএ টেস্ট অত্যাবশ্যকীয় হয়ে উঠে। মামলাটি আদালতে চলমান। ফলে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর পুত্র সন্তানের পিতা কে এবং ওই শিশু মা ধর্ষিত হয়েছিল কি-না তা পরিষ্কার হবে।