শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আগামী নির্বাচন জনগণের ভোটের অধিকারের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এম,পি। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এখনই জিহাদ ঘোষণা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে পড়বে।’
রবিবার (১৮ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের সাধারণ ও বিশেষ বরাদ্দের ভাতার বই বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘ভাতা কারও দয়া নয়, এটা জনগণের অধিকার। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না। কারণ, তারা আমাদের সম্পদ। এ অধিকার থেকে তারা কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
বন্দবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবীর জাহিদ, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ, জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, সুবিধাভোগী আকবার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৩২০ জন বয়স্ক, ১২৫ জন বিধবা ও ১৩১ জন অসচ্ছল প্রতিবন্ধীর হাতে ভাতার বই তুলে দেওয়া হয়।