একাত্তর ডেস্ক : বৃহস্পতিবার যশোর সদরের বসুন্দিয়া মোড়ের আবাসিক এলাকার নতুন মাছ বাজারের দূষিত বর্জের দুর্গন্ধে অতীষ্ট এলাকার মহিলারা সকাল ৭টায় ঝাড়ু– হাতে মাছ বাজার অবরোধ করে রাখে। বসুন্দিয়া মোড়ের দক্ষিণে ফারাজী পাড়ায় সম্পূর্ণ আবাসিক এলাকায় নতুন মাছ বাজারটি ২০১৭ সালে পাইকারী ক্রয়-বিক্রয়ের জন্য গড়ে তোলা হয়। অন্যদিকে বসুন্দিয়া মোড়েই রয়েছে পূর্বের পাইকারী ও খুচরা মাছ বাজারটি। শুরু থেকেই স্থানীয় দুটিগ্রুপর অন্তরদন্দের ফলশ্রুতিতে
একই বাজারে দুটি পাইকারি মাছ বাজার গড়ে ওঠেছে যার নতুন বাজারটি অপরিকল্পিত ভাবে তৈরী হয়েছে যার কারনে সাধারণ আবাসিক এলাকার মানুষের ভোগান্তি চরমে উঠেছে।
শুরু থেকেই সচেতন ব্যক্তিদের নতুন মাছ বাজার গড়ার ক্ষতিকারক ও যৌক্তিক অভিযোগ করে আসলেও সাড়া মেলেনি দায়িত্বশীলদের।
নতুন মাছবাজারের অবস্থান এমন জায়গায় যেখানে পানি নিস্কাশন বা মাছ ধোয়া পানি ও উচ্ছিষ্ট কোন নদী বা খালে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনদিকেই বসতবাড়ি। প্রাই ৩বছর অতিবাহিত হলেও এই মাছ বাজারটি ঘিরে অপরিচ্ছন্নতা বেড়েই চলেছে। দুর্গন্ধে চরমে উঠেছে পার্শবর্তী বসবাসরত মানুষের দূর্ভোগ। অতীষ্ট ও ভূক্তভোগী পরিবারের মহিলারা সকাল ৭টায় ঝাড়– হাতে মাছবাজার প্রাই ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে। অবরোধের কারণে মাছ বাজারের সকল কার্যক্রম বন্ধ রাখে ব্যবসায়ীরা।
ভূক্তভোগী অবরোধকারীদের দাবী পানি নিষ্কাশনের সুব্যবস্থ্যা করুন না হলে মাছ বাজার বন্ধ করুন। এই মাছ বাজার ও ব্যাবসায়ীদের জন্য সরকারি তেমন কোন সুবিধা বরাদ্দ না থাকলেও কর-খাজনা তাদের নিয়মিত দিতে হচ্ছে। সৃষ্ট জটিলতা সম্পর্কে স্থানীয় ওয়ার্ড সদস্য ইমরান হোসেন বলেন, আশে পাশে কোন গভীর জলাশয়, নদী বা খাল না থাকায় বর্জ ও পানি বের করার উপযুক্ত ব্যবস্থা করা হয়তো সম্ভব নয়। তবে বিষয়টি ১৫ নং বসুন্দিয়া চেয়ারম্যান, স্থানীয় বাজার কমিটি ও
দাত্বশীল ব্যাক্তিবর্গ এ বিষয়ে উযুক্ত সমাধান দেয়ার চেষ্টা করছে।