বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

 

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ -ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  আমন্ত্রিত অতিথি সহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন সদস্য এই এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন। সভায় সমাজের বিভিন্ন জাতী গোষ্ঠীর মাঝে পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, তাদের অধিকার ও প্রতিকারের বিষয় নিয়ে দিক নিদর্শনা মূলক আলোচনা হয়।  মোঃ সিহাব উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার — উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা — সহ শিক্ষক, সাংবাদিক, সমাজ কর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন, ডিভিশনাল ফ্যাসিলিটেটর (DF) মোঃ জহির উদ্দিন। অনুষ্ঠান শেষে ২৫ সদস্য বিশিষ্ট একটি  নেটওয়ার্কিং  কমিটি গঠন করা হয়। যার সভাপতি নির্বাচিত করা হয়, সূর্য বিশ্বাস, সহ সভাপতি ১ ] আবু সাঈদ ইবনে হানিফ ২] মহিলা সহ সভাপতি  মদিনা বেগম, সাধারণ সম্পাদক – ইকরামুল হাসান মিঠু, সহ সাধারণ সম্পাদক রিনা পারভীন, কার্য্যনির্বাহী সদস্য নিলুফর খাতুন (জয়িতা) শিব পদ বিশ্বাস, আরিফ জামান, বাসন্তী দেবনাথ, কার্য্যকরী সদস্য হুমায়ুন কবির  প্রদিপ বিশ্বাস, শেখ আব্দুল হালিম ,  প্রশান্ত দেব, সাকিব হাসান, অর্চনা রানী, রাজিয়া বেগম, নাছিমা বেগম, উত্তম মন্ডল সহ ২৫ সদস্য বিশিষ্ট  নেটওয়ার্কিং কমিটি গঠন করা হয়, যারা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন জাতী গোষ্ঠীর মাঝে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে তাদের ক্ষমতায়ন ও অধিকারের বিষয়ে মানুষ কে স্বচেতন করবে।

Please follow and like us: