বৃষ্টি নামছেঃ অনু -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

“বৃষ্টি নামছে”

-অনু-

 

হঠাৎ ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙ্গে যায়!

ঝুম বৃষ্টি নামছে এ নিঝুম রাতে।

বিশ্ব ঘন কালিমায় ঘনিয়ে বৃষ্টি নামছে।

বৃষ্টি নামছে কিন্নরি সুরের লহরী তুলে।

আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি।

উদাস মনে হারিয়ে যাই শত স্মৃতির ভিড়ে।

মনে পড়ে আমার ছোট্ট শহরের অলি-গলি

প্রচ্ছন্ন আবেদন অনুভব করছি ঐ প্রিয় মানুষগুলোর।

বৃষ্টির দিকে অপলকে তাকিয়ে আনমনে সুর তুলি

ঝরো ঝরো ঝরিছে আমার পরাণ গহণে ………………

আহ! যদি পারতাম,

কোনো গহীন অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে যেতে।

বৃষ্টিস্নাত এ রাতে কোন বট তলায় ভেজা ঘাসে শুয়ে-

কষ্টের স্মৃতিচারণ করতাম।

চোখের আসা অশ্রুগুলো ধুয়ে নিতাম ঝরে পড়া বৃষ্টির জলে।

আজ এই নির্ঘুম রাতে আমি বৃষ্টি দেখবো।

জেগে থাকা পাখি আর ঝিঁ ঝিঁ পোকাদের সাথে নিয়ে।

কথা বলবো ভেজা আকাশের সাথে অন্ধকারের ভাষাতে।

কিংবা স্মৃতিচারণ করবো হারিয়ে যাওয়া সুখোময় স্মৃতিগুলোর।

Please follow and like us: