বেনাপোল বন্দর প্রেসক্লাবে মাদক বিরোধী ও ডেঙ্গু সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোলঃ “মাদক ছাড়ি, সুস্থ জীবন গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিবেশ, ডেঙ্গু হবে নিরুদ্দেশ” এই স্লোগানে বন্দর প্রেসক্লাব, বেনাপোলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় বেনাপোল বাজারে পুরাতন পৌরসভা ভবনে বন্দর প্রেসক্লাব, বেনাপোলের নিজস্ব অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বন্দর প্রেসক্লাব, বেনাপোলের উপদেষ্টা ইয়ানুর রহমান।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি তিলেতিলে ধ্বংস করে দিচ্ছে আমাদের যুবসমাজকে।
মাদক একটি গ্লোবাল বা বৈশ্বিক সমস্যা। এর শিকার বিশ্বের বিভিন্ন উন্নত ও অনুন্নত দেশ। মাদকের কারণে আর্থ-সামাজিক ও পারিবারিক যে ক্ষতি হয়, তা অপূরণীয়। বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কমপক্ষে ৫০ লাখ। কোনো কোনো সংস্থার মতে ৭০ লাখ, নব্বইয়ের দশকে যার পরিমাণ রেকর্ড করা হয় ১০ লাখেরও কম। এর মধ্যে ৮০ শতাংশই যুবক, তার ৪৩ শতাংশ বেকার। ৫০ শতাংশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এদেশে তরুণ সমাজ সাধারণত কৌতূহল থেকেই মাদকের সংস্পর্শে আসে। সিগারেট-গাঁজা দিয়ে এর হাতেখড়ি। এরপর সহজলভ্য ওষুধ পণ্যের অপব্যবহার দিয়ে তার এই নেশার জগতে যাত্রা হয়। অপব্যবহার থেকে ব্যাপারটা তার অভ্যাসে দাঁড়ায়, যা পরে আসক্তিতে রূপ নেয়। এই তরুণ সমাজের অবক্ষয় আমাদের চিন্তার কারণ। এদেরই আমরা আগামী দিনের কাণ্ডারি মনে করি, মনে করি দেশ গড়ার কারিগর। দেশের সম্পদ এই তরুণ প্রজন্ম নষ্ট হয়ে গেলে দেশের সমৃদ্ধতার গতি আমরা ধরে রাখতে পারব না। কোনো একটি পরিবারের আদরের সন্তান যখন নেশাগ্রস্ত হয় তখন ওই পরিবারটিকে চরম অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয়। সেই সন্তানের সাথে সাথে সেই পরিবারটিও ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছায়। তাই মাদকের কুফল নিয়ে আমাদের তরুণ প্রজন্মের সাথে খোলা মেলা আলোচনা করতে হবে এবং যারা মাদকে আসক্ত তাদেরকে এ পথ থেকে ফিরিয়ে আনতে হবে।

আর ডেঙ্গু বিষয়ে তারা বলেন, আমরা প্রতিদিন এক ঘন্টা করে নিজেরা নিজেদের বাসা বাড়ির আঙ্গিনা, ছাদবাগান, ফুলের টব, নারিকেলের খোলা, গর্ত, ড্রেন, ভাঙ্গা হাড়ি পাতিলসহ যে সব স্থানে পানি জমে সে গুলো পরিস্কার পরিচ্ছন্ন করলে এডিস মশার বংশ বিস্তার বন্ধ করা সম্ভব হবে। এ জন্য আসুন আমরা নিজেরা এবং আমাদের সন্তানদের সুরক্ষিত রাখতে সকলে মিলে এডিস মশা বংশ বিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাব, বেনাপোল যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান রুবেল, সহ-সাংগঠনিক রাশেদুজ্জামান রাসেল,দপ্তর সম্পাদক এসএম স্বপন, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, মাসুদুর রহমান, আশাদুজ্জামান আশা, রাজন হোসেন, ইব্রাহিম বিশ্বাস, জিসান আহম্মেদ রাব্বি, জয়নাল আবেদীন বাবু, সোহাগ হোসেন, শাকিল মাসুদ, দীপ ঘোষ, জীবন কুমার জনি,কামাল হোসেন।

Please follow and like us: