বেনাপোল সীমান্তে হুন্ডির টাকা ও ফেনসিডিলসহ আটক-২

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৩ লাখ হুন্ডির টাকা ও ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০) ও
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামের চায়না বেগম (৬৫)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে, পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩ লাখ হুন্ডির টাকাসহ মেহেদীকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

অপরদিকে, বেনাপোল সীমান্ত থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পেরে, মহিশাডাঙা মাঠের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us: