ভারতে পাচার হওয়া ৪ কিশোর সহ ১ কিশোরী কে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

http://www.71news24.com/2019/03/18/1128

ভারতে পাচার হওয়া ৪ কিশোর সহ ১ কিশোরী কে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : 
বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি কিশোর ও ১ কিশোরী কে স্বদেশ প্রত্যাবর্তন এর মাধ্যমে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।
শনিবার (১৫ জুন) বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদেরকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশি কিশোররা হলেন, সাতক্ষীরার আবু রায়হান(১৬),যশোরের শার্শার আপন(১৪), চাপাইনবাবগনজের সেলিম (১৫),নড়াইলের রাব্বী (১৪)ও কিশোরী ঝিনাইদহের শাহিনুর (১৫)।

আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, এসব বাংলাদেশি কিশোর কিশোরী দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতায় বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের যোগাযোগের মাধ্যম তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please follow and like us: