মনিরামপুরে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় নেতা অগ্নীর মানবিক সহয়তা পেলেন ১০ হাজার পরিবার 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলায় দেশের মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে গৃহবন্দি দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় নেতা ইফতেখার সেলিম অগ্নী, তিনি নিজ অর্থায়নে মনিরামপুরের ১৭ টি ইউনিয়ন,
পৌরসভা,যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ও পরিবহন শ্রমিকদের
১০হাজার পরিবারকে এ ত্রান সামগ্রী বিতরণ করেন,সাবেক তুখোড় বিপ্লবী ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নী। তিনি ঢাকাতে অবস্হান করায় তার অবর্তমানে বিভিন্ন এলাকার নের্তৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্হিতিতে গৃহবন্দি পরিবারকে সকল ত্রান সামগ্রী পৌঁছে দেন। এরমধ্যে, রোহিতা ইউনিয়নে আতিয়ার রহমান, মফিজুর রহমান,
কাশিমনগরে ইদ্রিস আলী, আক্তার হোসেন,
ভোজগাতীতে লতিফ বিডিয়ার,শোভন, ও সন্জয়,কবির, ঢাকুরিয়ায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, রোস্তম আলী
হরিদাসকাটির প্রভাষক নিছার আলী,হারুনর রশিদ, নাজমুল,
মনিরামপুর সদর ইউনিয়নে আব্দুল মোমিন,
খেদাপাড়ায় সামসুজ্জামান শান্ত, রবিউল ইসলাম রবি,
হরিহরনগরে সোহরাব হোসেন, সামসুর রহমান,
ঝাঁপায় মাষ্টার কফিল উদ্দিন,আসাদুজ্জামান,হুমায়ুন কবীর,
মশ্মিমনগরে এ্যাডভোকেট এম এ গফুর,
চালুয়াহাটিতে বজলুর রহমান, রনি,জুয়েল,
শ্যামকুড়ে আবু দাউদ,
খানপুরে রাকিব হোসেন, বিল্লাল আব্দুর রাজ্জাক, মাহাবুব হোসেন, আব্দুল খালেক,
দুর্বাডাংগায় আলতাফ হোসেন,
কুলটিয়ায় মিজানুর রহমান,
নেহালপুরে ইউনুচ আলী ও রফিকুল বারী, মনোহরপুরে হাফিজুর রহমান,এ্যাডভোকেট আলমগীর ,ও পৌরসভায় জাহাংগীর হোসেন, বিল্লাল হোসেন,রাসেল হোসেন, সাইফুল ইসলাম, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে রেজাউল করিম, সিরাজ মোল্লা, বাদশা, মামুন, রানা,ইমরান,রাজিব হোসেন,পারভেজ হোসেন ও দেলোয়ার হোসেন হিমু,ত্রান বিতরনে অংশ নেয়।অগ্নী অসহায় পরিবার প্রতি ৫কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলু,১কেজি পেয়াজ,১কেজি লবণ,৫০০গ্রাম তেল ও সাবান বিতরণ করেন। তার কাছে এ প্রতিবেদক ত্রান বিতরণ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবকদলের
কেন্দ্রিয় নেতা ইফতেখার সেলিম অগ্নী বলেন, মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশের মানুষ গৃহবন্দি থাকায় যশোরের মনিরামপুর উপজেলায়
১৭ টি ইউনিয়ন, পৌরসভায়,যশোর সদর উপজেলার
রামনগর ইউনিয়ন,ও পরিবহন শ্রমিকদের ১০ হাজার গৃহবন্দি পরিবারকে আমি সামন্য কিছু দিয়েছি এবং অগ্নী বলেন আমার এ সহযোগিতা অব্যহত থাকবে। ইফতেখার সেলিম অগ্নী আরো বলেন আমি আশা করি সমাজের সকল বিত্তবান তাদের সাধ্যমত অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসবেন।

Please follow and like us: