মোংলা ও রামপাল উপজেলায় দুস্থদের খাদ্য সহায়তা দিলেন মানবাধিকার কর্মি সুমী 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

বিশেষ প্রতিনিধি : রাস্তায় ঘুরে ঘুরে মোংলা পৌর শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন অলিতে গলিতে থাকা গরীব দুস্থ অসহায় নারী পুরুষের হাতে চাল,ডাল আলু তুলে দেন নারী নেত্রী মানবাধিকার কর্মি সুমী লীলা। প্রতিদিনই ভ্যানে খাদ্য বোঝাই করে শহরের চৌধুরী মোড় থেকে শুরু করে বিভিন্ন রাস্তা ঘাট সংলগ্ন গরীব দুস্থদের ঘরে খাদ্য পৌছেদেন তিনি। রামপাল উপজেলার তার শ্বশুর বাড়ী এলাকায় পেড়িখালি ও সিকিরডাঙ্গায়ও তার এ খাদ্য সামগ্রী বিতরন অবহ্যত ছিলো।
ওই সময় সুমী লীলা জানান, নিজের ব্যাক্তিগত অর্থ থেকে ওই খাদ্য সামগ্রী গরীবদের মাঝে বিতরন করা হয়েছে। এ পর্যন্ত তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে রামপাল উপজেলায় ৪৫০ ও মোংলা উপজেলায় ১৫৫০ পরিবারকে খাদ্য সহায়তায় করেছেন। আগামীতে তিনি নিজের সামর্থনুযায়ী গরীবদের সহায়তা করবেন বলে জানান।

Please follow and like us: