যশোর চেম্বার নেতাদের হুঁশিয়ারি, অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা
যশোর প্রতিনিধি: যশোরে রমজান সামনে রেখে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা দিয়েছে যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রোববার দুপুরে যশোর চেম্বার অব কমার্সের সভাকক্ষে এক সংবাদ সম্মলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তারা। নেতৃবৃন্দ বলেছেন,বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে তার সাথে থাকবেন তারা। যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক,সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন,চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে ও নকল, ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে।
তিনি আরো বলেন,ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের কোন প্রকার প্রশয় দেয়া হবে না। তাদের কোন অপকর্মের জন্য চেম্বার বা কোন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সমর্থন দেবে না। বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে আমাদের অবস্থান থাকবে। পাশাপাশি প্রশাসন বা ট্যাক্সফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সদস্য কাসেদুজ্জামান সেলিম,ইদুল চাকলাদার,এজাজ উদ্দিন টিপুসহ যশোরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: