যশোর সদরের জয়ান্তা গ্রামে ৬৮ বছর পর আপন শহীদ মিনারে পরম মমতায় শ্রদ্ধা নিবেদন-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ,যশোর অফিস:

ভাষা আন্দোলনের ৬৮ বছর পর শহীদ মিনার পেয়ে ভাষা শহীদদের আপন মমতায় শ্রদ্ধা নিবেদন করছেন যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের সর্বস্তরের মানুষ। বসুন্দিয়া ইউনিয়নের হিরো,জনমানুষের ভালোবাসা, রিয়াজুল ইসলাম খান রাসেল, চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ প্রতিশ্রুতি অনুযায়ী গড়ে দিলেন বাংগালীর প্রথম ইতিহাস খ্যাত ভাষা আন্দোলনের স্মৃতি শহীদ মিনার।

উল্লাস আর বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তৃপ্ত জয়ান্তার ছাত্র,কৃষক, সামাজিক,রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

রাত ১২.০১ মিনিটে গ্রামের মানব কল্যান ও সামাজিক সংগঠন আলোকিত জয়ান্তার পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

রাত এবং সকাল যেখানে একাকার। মানুষের উপছে পড়া ভিড়ে  শহীদদের স্বরন করল মানুষ।

শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া সহ ছাত্র,ছাত্রীদের অংশ গ্রহনে ভাষা আন্দোলনের কবিতা,দেশের গান,কেরাত প্রতিযোগিতার মাধ্যমে উয্যাপিত হল ২১ ফেব্রুয়ারি ২০২০।

Please follow and like us: