একাত্তর নিউজ ডেস্ক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ডেঙ্গু পরীক্ষার জন্যে এক হাজার পিচ ডিভাইস দিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। রোববার দুপুর এক টায় দলীয় নেতাকর্মীদের সাথে হাসপাতালের ডেঙ্গু কর্ণার পরিদর্শন করতে এসে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর হাতে ডিভাইস তুলে দেন।
এরপর হাসপাতালের সভাপক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে উপস্থিত ছিলো, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার এনকে আলম, ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার এএইচএম আব্দুর রউফ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএস ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান কবির শিপলু, যশোর সরকারি সিটি কলেজের সহ-সভাপতি বিল্লাল হুসাইন প্রমুখ।