যশোরবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর ডেস্ক :  যশোরবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে নৌকা মার্কার প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
যশোর টাউন হল ময়দানে সংযুক্ত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনকে আকাঙখা ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা। পদ্মসেতুর সঙ্গে যশোর পর্যন্ত রেলসংযোগ করে দিচ্ছি। সেটা যশোর থেকে মংলা বন্দর পর্যন্ত যাবে। যশোর-খুলনা রাস্তা চার লেনে উন্নীত হয়েছে। যশোর বেনাপোল রাস্তার উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। গত নির্বাচনে যশোরবাসী ভোট দিয়ে ৬টি আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেছিল। আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে যশোরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে সমৃদ্ধি হয়। নৌকায় ভোট দিলেই দেশ এগিয়ে যায়। ২০১৪ ও ২০১৫ সালে যশোরে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তাদের উপর আক্রমণ কওে বহু মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ভাংচুর করেছিল। সেখানে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল বলে রক্ষা করতে পেরেছিলাম। আমরা জঙ্গি সন্ত্রাসবাদ দেখতে চাই না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যে অভিযান ছিল সেটি অব্যহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
যশোরের ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উঠিয়ে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিতি জানান দেন যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন, যশোর-২ ডা. ইাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ ইসমাত আরা সাদেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান নৌকায় ভোট পাবো কি না। এসময় যশোরবাসী জোরালো কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন ৬টি আসনই নৌকার প্রার্থীরা বিজয়ী হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বলেন, আপনার নৌকা মার্কার ভোট দেওয়ার আহবান পৌঁছে দেবেন। আমি নৌকা মার্কায় ভোট চাই। নৌকা বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে। বাকী উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
তিনি উল্লেখ করেন ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। আমরা অবশ্যই চাই স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ক্ষমতায় থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত করতে চাই। ২০৪১ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ হিসেবে গড়তে চাই। ২১০০ সালে আমরা ডেল্টাপ্লান বাস্তবায়ন করবো। দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প নিয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম এদেশে সুখে বসবাস করতে পারবে। ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের অঙ্গীকার। জাতির কাছে আমরা নৌকায় ভোট চাই। যশোরবাসীর কাছে ভোট চাই।
ভিডিও কনফারেন্সের শুরুতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বক্তব্য রাখেন। এরপর উন্নয়ন নিয়ে একটি ভিডিও দেখানো হয়। যশোর টাউন হল ময়দানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন, আবদুল খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

Please follow and like us: