যশোরে আততায়ীর হাতে জোড়া খুন -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪ :

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের উত্তরপাড়া নামক স্থানে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হয়েছে।

 

নিহতরা হলো সদর উপজেলাধীন বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের আকু মোল্যার ছেলে বাদল (২৩) অন্যজন একই গ্রামের নিকমাল বিশ্বাসের ছোট ছেলে আহাদ (২৪)।

স্থানীয় সূত্র বলছে ঘটনাস্থলেই বাদল মারা যায় এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। জানা যায় নিহত দুজনই টিভি ক্যাবল লাইন সার্ভিস কর্মী। পাশাপাশি বাদল নিজ মোটরসাইকেল ভাড়া চালক হিসেবেও পরিচিত।

 

এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া পাশাপাশি আতঙ্কের ও সৃষ্টি হয়েছে।

Please follow and like us: