যশোরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ
যশোর প্রতিনিধি:
যশোর সদরের ফতেপুর গ্রামে আদালতের আদেশ, (১৪৪) ধারা অমান্য করে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুড়ীয়ে দিয়ে জমি দখলের ঘটনা ঘটেছে।
ফতেপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র মোঃ রাজু আহম্মেদ জানায়, গত মঙ্গল বার দুপুরে বাউলিয়া গ্রামের মৃত্যু নজির উদ্দিনের পুত্র মোঃ বাদল ও মোঃ ইকবাল সহ ২০ থেকে ২৫ জন দৃর্বৃত্ত তার বাড়ীতে প্রবেশ করে দুইটি পাকা গুয়াল ঘর, পাকা রান্না ঘর, খড়ীর ঘর ও বিছালির ঘর ভাংচুর করে জমি দখল করে।
চলে যাওয়ার সময় তারা ঐ জমিতে বাশ খুটি দিয়ে সিমানা তৈরি করে।
রাজু আহম্মেদ দাবী করে, গত ২০১০ সালের ৯ আগষ্ট ফতেপুর ২০৩ নং মৌজার আর, এস ৩৬৯৯ দাগের ৬ শতক ও আর,এস ৩৭০০ দাগের ৬ শতক মোট ১২ শতক জমি দুইটি কবলা দলিলে ক্রয় করেন,ফতেপুর গ্রামের মৃত্যু জনাব আলীর পুত্র মোঃ রুহুল কুদ্দুসের নিকট হতে।
জমি ক্রায়ের পর রাজু আহম্মেদ দুইটি পাকা গুয়াল ঘর, বিছালী, ঘর খড়ীর ঘর ও রান্না তৈরী করে ভোগ দখল করে আসছিলো।
এক পর্যায়ে রুহুল কুদ্দুসের বোন আলেয়া বেগম ০৩/০৬/২০২০ সালে ৯৭৫ খতিয়ানের
আর, এস ৩৭০০ দাগের ৩০ শতক জমির মধ্যে ৯.৫০ শতক জমিতে হক সেবা পিটিশন মামলা করেন।
রাজু আহম্মেদ বলেন আমরা ৯৭৫ খতিয়ানের কোন জমি ক্রায় করিনা নাই।
তারা আমাদের ক্রায় করা জমি দখলের চেষ্টা করে আসছিলো।
যার কারনে আমারা আদালতে দেওয়ানী ১৫৪/২০২০ মামলা করি।
দেওয়ানী মামলা টি এখনো আদালতে চলোমান রয়েছে।
আদালতে মামলা চলোমান থাকা অবস্থায় তার আমাদের সব স্থাপনা ভেঙ্গে চুরমার করে জমি দখ করে নিলো।
আমরা এখন কোথায় যাবো,কার কাছে বিচার চাইবো।
Please follow and like us: