যশোরে আ’লীগের ঝটিকা মিছিল, জয় বাংলা শ্লোগানে নেতৃত্ব দেন আতিকুর বাবু

http://www.71news24.com/2019/03/18/1128
নিজস্ব প্রতিবেদক, যশোর :
বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আদালতে হাজিরা দিয়ে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সোমবার দুপুরে যশোরে কোর্ট চত্তর থেকে জয় বাংলা শ্লোগানের মিছিল নিয়ে দড়াটানায় শেষ হয়।

যশোর শহরের লালদীঘিপাড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ সোমবার দুপুরে যশোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাঁরা ঝটিকা মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমানের (বাবু) নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা–কর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক।

শেখ আাতিকুর বাবু জানিয়েছেন, সারাদেশে হত্যা-ক্যু, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়েবী মিথ্যা মামলা দেয়া ছাড়াও সন্ত্রাস নৈরাজ্য চালানো এবং ‘৭২ এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

 

 

Please follow and like us: