যশোরে কলেজ ছাত্র ছুরিকাহত 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর অফিস  : যশোরে এম মঞ্জুর মাহমুদ (১৭) নামে এক কলেজছাত্রকে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
এসময় ওই ছাত্রের কাছ থেকে নগদ টাকা ও একটি দামী মোবাইল ফোন সেট ছিনতাই হয়।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে টারটার দিকে যশোর ক্যান্টনমেন্ট কলেজের পেছনে লেকের পাড়ে।
মঞ্জুর মাহমুদ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে শহরের ডিসি বাংলো রোডের মাহবুবুর রহমানের ছেলে।
মঞ্জুর মাহমুদ জানায়, সে লেকের পাশে বসে ছিল। ওই সময় দুই দুর্বৃত্ত তার বাম পায়ে ছুরি মারে। আহত হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার পকেটে থাকা নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, কলেজছাত্র শঙ্কামুক্ত। তবে ক্ষতটা অনেক ডিপ।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আহসান উল্লাহ চৌধুরী বলেন, হাসপাতালে একজন এসআইকে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Please follow and like us: