যশোরে জমি সংক্রান্ত বিরোধের জের ব্যবসায়ী খুন

http://www.71news24.com/2019/03/18/1128

 

স্টাফ রিপোর্টার, একাত্তর নিউজ ২৪:

যশোরের শহরতলীর খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক স্যানেটারি ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহত সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি স্যানেটারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সার গোডাউনের পেছনের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় একদল সন্ত্রাসী তাকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, মৃতের শরীরে কমপক্ষে ১০টি স্থানে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে, স্থানীয় অপর একটি সূত্র জানায় খোলাডাঙ্গা রেললাইনের পাশ্ববর্তী এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সাথে তার বিরোধ চলছিল। এ সংক্রান্ত ঘটনার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার ঘটনা শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের আটকে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী আটকে মাঠে নেমেছে।

Please follow and like us: