যশোরে ডেঙ্গুতে আক্রান্ত দুই নারীর মৃত্যু

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর অফিস :   

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার আব্দুল কাদেরের স্ত্রী জাহিদা বেগম (৩৫) এবং একই উপজেলার মশ্মিমনগর গ্রামের ইনতাজ আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৫)। জাহিদা বেগম আজ বুধবার ভোরে এবং জাহানারা বেগম মঙ্গলবার ভোরে মৃত্যু হয়।

 

যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল জানান, সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। বুধবার ভোর ৬ টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

 

অপরদিকে গত সোমবার দুপুরে জাহানারা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এসময় তার ডায়েবেটিস নিয়ন্ত্রন ছিল না। তারপর রক্তের পাল্টিলেট ১ লাখ ৪০ হাজার এসে দাঁড়ালে মঙ্গলবার ভোর ৪টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

 

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা ২ হাজার ৪২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৭৩৩ জন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৫ জন। এছাড়া অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকে ২২৪জন চিকিৎসাধীন রয়েছে।

এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

Please follow and like us: