সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া( যশোর) থেকে ঃ যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত তিন শিশুর বাড়ি একই মহল্লার হওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিন শিশু হলো ওই গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে হুসাইন(৬), হারুন মোলার মেয়ে তমা খাতুন(৮)ও কামরুল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (৯)।
নিহত শিশুদের পরিবার সুত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নিহত ওই তিন শিশু একই সাথে তাদের বাড়ির পাশে তোরাফ মোল্যার পুকুরে গোসলের জন্য যায়। প্রায় ১ ঘন্টা পার হলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয় । খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর পাড়ে ওই তিন শিশুর জুতা দেখতে পান পরিবারের লোকজন। তখন পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা তাদের খোঁজ করতে পুকুরে নামেন। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সাথে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওই তিন শিশুকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন তিন শিশুকে মৃত ঘোষণা করেন । পরে বিষয় টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন । এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানা গেছে। এদিকে পানিতে ডুবে একই মহল্লার শিশু নিহতের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার ও ইউপি সদস্য গন ।