জি এম অভি : “মানবসেবা সমাজকল্যাণ ও আত্মনির্ভশীলতায় মূললক্ষ” এই প্রতিপাদ্য নিয়ে যশোরে যাত্রা শুরু কররো সেচ্চাসেবী সংগঠন তারুন্য । শুক্রবার বিকালে যশোর শহরের মুড়লি জোড়া শিব মন্দির প্রাঙ্গণে সংগঠনের উদ্বোধন ও পরিচালনাপর্ষদের পরিচয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি শেখ নাজমুল আলম, রিপন হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হাসান, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ টিটো , সহ-সাংগঠনিক সম্পাদক রিপন, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম , কোষাধক্ষ আবু জাহিদ, কার্যনির্বাহী সদস্য আহাদ গাজী, সিনিয়র সদস্য শরিফুল ইসলাম ।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবিকতা। সবাই এই কাজগুলো করতে পারে না। আর এই মানবিকতার কাজ যারা করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। তবে শুধু মানবিকতার কাজ করলেই হবে না। সংগঠনকে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং এর বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই সংগঠনটির জন্ম। মানবতার জয় একটি অরাজনৈতিক সংগঠন।
দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে এবং মানব কল্যাণে কাজ করার যে প্রত্যয় সেটা বাস্তবায়িত হবে।