যশোরে ৪ হাজার কেজি চাল উদ্ধার, আটক ২ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

জি এম অভি : যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪ হাজার কেজি সরকারি চাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করেছে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)।

আজ মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয়। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য।

এব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান, সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ সন্ধ্যায় বলেন, আমরা খবর পাই করোনার কারণে কর্মহীন মানুষের জন্য বিতরণের সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে।

এ খবরে ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪ হাজার কেজি চাল উদ্ধার ও দুজনকে আটক করি। তারা স্বীকার করেছে তাদের মজুদে আরও চাল আছে। সেই চাল উদ্ধারে আমরা অভিযানে আছি।

Please follow and like us: