নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলহ্মে গৃহবন্দি কর্মহিন ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার সতীঘাটাস্হ রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার ১হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি,দুধ বিতরণ করেছেন। সতীঘাটা আশ্রায়ন প্রকল্পে ৮০ পরিবার গুচ্ছগ্রাম ৫০ পরিবার পরিবহন শ্রমিক ও গৃহববন্দি কর্মহিন ও অসহায়সহ ১হাজার পরিবারের এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম,কামরুল ইসলাম,রাশেদ হোসেন,জাকির হোসেন,সাংবাদিক নাসির উদ্দিন নয়ন,রমজান আলী,মোজাম উদ্দিন,উপস্হিত ছিলেন। এদিকে ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার শুক্রবার ইউনিয়নের ৪’শ গৃহবন্দি কর্মহিন ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, ৫০০গ্রাম ডাল,বিতরণ করেন।
রামনগর ইউনিয়নে কর্মহিন ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: