রামনগরে ছাত্রনেতা দেলোয়ার হোসেনের অভাবনীয় সেবা 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোর জেলা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা দেলোয়ার হোসেন হিমু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দেশের এই সংকটাপন্ন মুহূর্তে। তিনি প্রাই প্রতিদিনই তার নিজ ১১নং রামনগর ইউনিয়নের গরিব, অসহায় ও গৃহবন্দি পরিবারের আত্বমানবতার সেবায় নিজেকে আত্বনিয়োজিত করে চলেছেন। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের মহামারি দেখা দেয়ায় মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। এমতাবস্হায় রামনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্হান করা ভ্যানচালক, দিনমজুর, গরিব, অসহায়, দুস্থসহ নিম্ন ও গৃহবন্দি পরিবারের লোকজন অসহায়ত্ব ভাবে জীবন যাপন করেছেন। সরকারী ভাবে ইউনিয়নে বরাদ্ধ দিলেও সেটার পরিমান খুবই অপ্রতুল। ঠিক এই অবস্হায় জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব ইফতেখার সেলিম অগ্নির নিজ আর্থিক সহযোগিতায় ইউনিয়নের ৫’শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল সবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ইউনিয়নের অসহায় দুঃস্থ ও গৃহবন্দিদের বাড়িতে গিয়ে পৌঁছে দেন যশোর জেলা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা দেলোয়ার হোসেন হিমু। এ বিষয়ে ছাত্রনেতা দেলোয়ার হোসেন হিমু প্রতিবেদককে জানাই, যশোর সরকারী সিটি কলেজ থেকে সমাজকর্ম বিভাগ থেকে অনার্স মাষ্টার্স করেছি। সারা জীবনের সখ একজন যোগ্য সমাজকর্মী হিসেবে গরিব- দুঃখী অসহায়দের সেবায় নিজেকে আত্বনিয়জিত করা। মানুষের বিপদে আপদে তাদের পাসে দাড়াতে পারলে নিজেকে ধন্য মনে করি। তিনি আরো বলেন, বর্তমানে দেশের সংকটাপন্ন অবস্হায় জনাব ইফতেখার সেলিম অগ্নির নিজ অর্থায়নে গরিব, অসহায় ও গৃহবন্দি পরিবারের পাসে দাড়ানোর চেষ্টা করছি। এমনকি এই সংকট চলা কালিন ত্রান সহযোগিতা অব্যহত থাকবে।
ছাত্রনেতা দেলোয়ার হোসেন হিমু বলেন, আশা করছি বর্তমান দেশের এই সংকট মুহূর্তে গৃহবন্দি অসহায় গরিব দুঃখি মানুষের পাসে ইফতেখার সেলিম অগ্নিভাইয়ের মতো দেশের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান।

Please follow and like us: