সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ও সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চুয়াডাঙ্গায় আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার যশোরে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ সেলসিয়াস।এছাড়া গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সারা দেশের তাপমাত্রা তুলে ধরা হয়েছে।
এছাড়া আজ ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে। এবং দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।