সহপাঠী ১৯৯২ সাল
—এড. গোবিন্দ কুমার রাজবংশী
মনে পড়ে সেই স্মৃতি, ১৯৯২ সাল,
এস. এস. সি. পাস করেছিলাম, মন ছিল উত্তাল।
বিদায় নিয়েছিলাম সেদিন, শিক্ষক সহপাঠীদের কাছে,
মায়া জড়ানো হৃদয় সেদিন, হারিয়েছিল দিশে।
স্কুল পাড়ি দিয়ে যখন কলেজেতে যাই,
ছাত্র জীবনের মহাসুখ সেখানেতেই পাই।
আড্ডা দিতাম বন্ধুরা সব, ক্যাম্পাসেতে গিয়ে,
হাঁসি ঠাট্টায় মেতে থাকতাম, একে অপরকে নিয়ে।
পড়ালেখা শেষ করে, কর্মে দিলাম মন,
সহপাঠিরা কোথায় আছে খোঁজ নিব কখন?
কেউবা হলাম প্রকৌশলী, বিসিএস ক্যাডার,
কেউবা হলাম রাজনীতিবিদ, উকিল আর ডাক্তার।
যার যার কাজে সেই সেই ব্যস্ত, বুঝাবো কি করে,
স্মৃতিগুলো বুকে নিয়ে, থাকি দুরে দুরে।
কে কোথায় আছ তোমরা, ওহে বন্ধুগণ,
ফোন করে খোঁজ নিও, যদি হও আপন।
Please follow and like us: