সাংবাদিক ও কবি ফকরে আলমের জীবনাবসান -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক:

দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফখরে আলম আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

 

বৃহস্পতিবার সকালে যশোরের চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ফখরে আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তিনি ১৯৬১ সালের ২১ জুন জন্মগ্রহণ করেন। তার পিতা শামসুল হুদা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, জনকন্ঠ, আমাদের সময় ও যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

আজ বাদ আসর যশোর জিলা স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে চাঁচড়ার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Please follow and like us: