স্টাফ রিপোর্টার : লোকসমাজের সিটি এডিটর ও বাংলাভিশনের যশোর প্রতিনিধি সেখ রাজেক জাহাঙ্গীরের মা সৈয়দা রাজিয়া বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে যশোর উপশহর ডি ব্লকের ১৮৬ নম্বর বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।
সৈয়দা রাজিয়া স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদজোহর উপশহর বাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি নিজাম উদ্দিন অমিতসহ সাংবাদিক, শহরের বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা অংশ নেন।
এদিকে, রাজেক জাহাঙ্গীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান শোক ও সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক রাজেকের মায়ের মৃত্যু 71news24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: