সোলাইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্র ইরানের খুজিস্তান

http://www.71news24.com/2019/03/18/1128

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির লাশ দেশে পৌঁছার পর খুজিস্তান প্রদেশের প্রধান শহর আহওয়াজ জনসমুদ্রে পরিণত হয়েছে।

রোববার ভোররাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দরে তার লাশ পৌঁছায়। এ সময় শত শত সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

লাখ লাখ শোকার্ত মানুষ বিশ্নের অন্যতম এই সমরবিদকে শেষ শ্রদ্ধা জানাতে আহওয়াজে জড়ো হয়েছেন। গোটা আহওয়াজ শহর গমগম করছে মানুষে। অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তাদের প্রিয় নেতার লাশ একনজর দেখতে।

জেনারেলকে বহনকারী গাড়ি ছুঁয়ে দিয়ে নিজেদের সৌভাগ্য মনে করছেন ইরানের সাধারণ মানুষ। কেউ কেউ পরেছেন শোকের পোশাক কালো রঙের কাপড়। মাথায় অনেককে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে।

সোমবার ইরানের রাজধানী তেহরানে সোলাইমানির জানাযা অনুষ্ঠিত হবে। জানাযার পর জেনারেল সোলায়মানির লাশ নেওয়া হবে তার জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে। তার ওসিয়ত অনুযায়ী সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম। একই হামলায় ইরাকের জনপ্রিয় সরকার-পন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন।

Please follow and like us: