হাটবিলা মানব কল্যাণ সংস্থার” উদ্যোগে ঘরবন্দি দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

রাসেল মাহমুদ :  যশোর সদর উপজেলার রূপদিয়ার পুলিশ ফাঁড়ি মোড়স্থ “হাটবিলা মানব কল্যাণ সংস্থার” উদ্যোগে করোনা ইসুতে গ্রামের ঘরবন্দি দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে অত্রাঞ্চলের ৪০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনা ভাইরাসের কবলে। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে নিজবাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। দেশের মানুষ বলতে গেলে এখন গৃহবন্দি। এর ফলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া হতদরিদ্র শ্রেণির মানুষ। সরকার এ দরিদ্র মানুষদের জন্য ত্রাণ সহায়তা চালু করেছে।

যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমনকি অনেকের মাঝে তা পৌচ্ছাচে না। সরকারি সহায়তার দিকে না তাকিয়ে থেকে স্থানীয় যুকবদের তাৎক্ষনিক ব্যাবস্থাপনায় নিজ মহল্লার আপাতত ৪০ জন দরিদ্র পরিবারকে সহায়তা প্রদানে একট্টা হয়েছে। হাটবিলা মানব কল্যাণ সংস্থা নামকরনের মাধ্যমে কতক্ষণাত প্রদেয় খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ।এছাড়াও পর্যায়ক্রমে মাস্ক, সাবান ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হবে। সংস্থার অন্যতম সদস্য খন্দকার দেলোয়ার হোসাইন বলেন, বর্তমান করোনার প্রভাবে দেশের সকল মানুষই সংকটের মধ্যে রয়েছে। যারা বিত্তবান আছেন তারাও যেন তাদের সাধ্য অনুযায়ী এসকল অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়। আর কোনো বিত্তবানরা যদি আমাদের সংগঠনের মাধ্যমে এই হতদরিদ্রদের সহযোগিতা করতে চান তাহলে সামগ্রী যথাযথ ভাবে আমরা পৌঁছে দিবো এই খেটে খাওয়া মানুষের মধ্যে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক রাসেল মাহমুদ, আব্দুল মতিন, ওলিয়ার রহমান, শাহ্জামাল, খন্দকার তরিকুল ইসলাম, মিলন হোসেন, মুনতাছির মুন্না, আব্দুস সালাম খান, শেখ অহেদুজ্জামান মিলন, মনিরুজামান মহব্বত, হেলাল উদ্দিন, আব্দুর রব, বক্কার আলী, সাগর হোসেন প্রমুখ।

Please follow and like us: